নেত্রকোণায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
নেত্রকোণা জেলার মোহনগঞ্জের আদর্শগরে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া। শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদেরকে এ সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়।
বুধবার (১৬ অক্টোবর) সকালে আদর্শনগর এলাকার একমাত্র কলেজ শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশন ও আদর্শ নগর মেধা ফাউন্ডেশনের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্ট এর কেন্দীয় কমিটির সহ-সভাপতি মন্ডলীর সদস্য বিনয় কান্তি তালুকদার মানিক, বিশিষ্ট্ সমাজসেবক মো: নুরনবী চৌধুরী, ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: জামাল মিয়া।
ইউনিয়ন জামায়াত এর সেক্রেটারী মো: শহীদুল্লাহ কাওসার, মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দিলাল মিয়া, মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশন এর আহবায়ক মো: আজিজুল হক, আদর্শনগর মেধা ফাউন্ডেশনের সভাপতি মো: ওয়াসিম তালুকদার ও শিক্ষার্থী নিপু খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশসহ সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে উঠায় উৎসাহ দিতে এই সংবর্ধনা ভূমিকা রাখবে। এছাড়াও বক্তারা মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো: আব্দুল আওয়াল খান ও আদর্শনগর মেধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: ওয়াসিম তালুকদারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানগুলোর অন্যতম সদস্য মো: মেহেদী হাসান দীপ ও মো: শিহাব উদ্দিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন