নেত্রকোণায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ রাসেলের পরিবারকে জায়গাসহ ঘরের ব্যবস্থা করা হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট গাজীপুরে বিজিবির গুলিতে নিহত শহীদ রাসেলের পরিবারকে ভূমি ও গৃহ নির্মানের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। রাসেলের বাড়ি নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের শাসনউড়া গ্রামে।

বুধবার (১১ ডিসেম্বর)বিকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ শহীদ রাসেলের কবর জিয়ারত করেন এবং পরবর্তীতে শহীদ রাসেলের পরিবারের জন্য বরাদ্দকৃত জায়গার দলিল প্রদান ও ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে বারহাট্টা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

আরও যারা উপস্থিত ছিলেন শহীদ রাসেলের মা, নেত্রকোণা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, নেত্রকোনা জেলা সমন্বয়ক শেখ হাসনাত জনি, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বাসিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।