নেত্রকোণায় ভুয়া নার্সদের হাসপাতাল থেকে সরানোর দাবিতে বিক্ষোভ

নেত্রকোণায় বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল থেকে ভুয়া নার্সদের সরানোর দাবিতে নার্স পড়ুয়া শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন নেত্রকোণা নার্সিং ইনস্টিটিউট ও সততা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এসময় কার্যালয়ে সিভিল সার্জন না থাকায় স্মারকলিপি দিতে পারেননি শিক্ষার্থীরা। পরে ঘণ্টাখানেক বিক্ষোভ শেষে সমাবেশ করে আগামীকাল আবারও বিক্ষোভের ডাক দিয়ে ফিরে যান তাঁরা।

শিক্ষার্থীদের মধ্যে সমাবেশে বক্তব্য রাখেন- হিরণ মিয়া, মোবারক হোসেন, আফরিন সুলতানা জ্যোতি।

শিক্ষার্থী হিরণ মিয়া তাঁর বক্তব্য বলেন, বিভিন্নভাবে স্বল্প প্রশিক্ষণ নিয়ে রেজিস্ট্রেশন ছাড়াই বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে অবৈধভাবে নার্সের কাজ করছে। এতে করে সাধারণ মানুষ যেমন সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তেমনি প্রকৃত নার্সরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে এই ভুয়া নার্সদের ক্লিনিক ও হাসপাতাল থেকে সরানোর দাবি জানিয়েছেন তারা।