নেত্রকোণায় মগড়া নদীর দখল-দুষণ রোধে মানববন্ধন
নেত্রকোণায় মগড়া নদীর দখল–দুষণ রোধে মানববন্ধন, নাগরিক সমাবেশ নেত্রকোণা শহরের ভিতর দিয়ে বয়ে যাওয়া মগড়া নদীর দখল-দুষণ রোধে মানববন্ধন ও নাগরিক সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
(২৫ জানুয়ারী) শনিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এসব কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীন ভয়েসের সমন্বয়ক ইসমাঈল হোসেন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, অধ্যাপক ননী গোপাল সরকারসহ অন্যরা।
সমন্বয়ক ইসমাঈল হোসেন বলেন, নদীটির নেত্রকোণা শহরের ভিতরে অন্তত তিন কিলোমিটার অংশ দখল-দূষণে বিপর্যস্ত। নদীটির প্রানসত্বা হুমকির মূখে। এক সময় নদীটি দিয়ে বড় বড় নৌকায় পন্য পরিবহন হতো। মানুষ গৃহস্থালির কাজ সাড়তেন নদীর পানি দিয়ে। এখন সবই হারিয়েছে।
অবিলম্বে দখল-দূষণ রোধে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে। মানববন্ধন শেষে একই স্থানে নাগরিক সমাবেশ হয়। এসব সমাবেশে স্থানীয় এলাকাবাসি, শিক্ষক,শিক্ষার্থী, পরিবেশবাদীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন