নেত্রকোণায় মদন ও মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণা জেলার মদন ও মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ মে) এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল ঘোড়া প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। অপরদিকে মদন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইফতেখারুল আলম খান চৌধুরী ঘোড়া প্রতীক নিযে বিজয়ী হয়েছেন।

নির্বাচন অফিসের তথ্যসূত্রে মোহনগঞ্জে শহীদ ইকবাল ভোট পেয়েছেন ৩০ হাজার ৫৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম খান সোহেল পান ১৬ হাজার ৪৫৪ ভোট।

অপরদিকে মদনে ঘোড়া প্রতীকের ইফতেখারুল আলম চৌধুরী ১৮ হাজার ৬৭৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুছ আনারস প্রতীকে ভোট পান ১০ হাজার ২৬৯ ভোট।