নেত্রকোণায় মহান মে দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ৯০ গণঅভ্যুত্থানে ইসলামী বীর সেনানী কমান্ত

৯০ গণঅভ্যুত্থানে ইসলামী বীর সেনানী কমান্ত, নেত্রকোণা জেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা তথা দেশের সকল শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন।
(৩০ এপ্রিল) বুধবার ৯০ গণঅভ্যুত্থানে ইসলামী বীর সেনানী কমান্ত, নেত্রকোণা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো: শফিউল আলম চৌধুরী (জুয়েল)ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম আজিম এর যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার অফিসে প্রেরণ করেন।
বিজ্ঞপ্তিটিতে আল হাদিস- “তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পাওনা পরিশোধ করো।” সামনে রেখে দেশে মেহনতি মানুষের শান্তি কামনা করেন। যুগে যুগে শাসক কর্তৃক মেহনতি শ্রমিকরা নিপিড়নের শিকার হয়েছে।
১৮৮৬ সালে ১ মে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমেরিকার শিকাগো শহরে আত্ম বলিদানের মাধ্যমে মে দিবস প্রতিষ্ঠিত হয়।শহীদদের আত্মার শান্তি কামনা ও মেহনতি শ্রমিকের সুন্দর জীবন কামনা করে মহান মে দিবসের সফলতা কামনা করেন তারা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন