নেত্রকোণায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে আচরণ পরিবর্তনে মতবিনিময় সভা


মা,শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পের উপজেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মঙ্গলবার (৫ মার্চ)বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে প্রকল্প সমন্বয়কারী সঞ্জয় সরকারের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ,ইউনিসেফ কর্মকর্তা ডাঃ সুমনা হক।
মতবিনিময় অনুষ্টানের সভাপতিত্ব করেন ডাঃনূরুল হুদা খান, এ ছাড়া ও অনুষ্টানে উপস্থিত ছিলেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রোমমান আরা, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন জেলা সভাপতি মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাবের প্রতিনিধি মোঃমোশাররফ হোসেন প্রকল্পের উপজেলা সমম্বনকারী মোঃ মহসিন মিয়া প্রমূখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন