নেত্রকোণায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সুস্থির সরকার, নেত্রকোণা: নেত্রকোণায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)বাংলা ইউনিয়ন শাখা, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের তত্বাবধানে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রবিবার (০২ ফেব্রুয়ারী) বিকাল ৩ ঘটিকায় নেত্রকোণা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়নে রুহী ফয়জুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার গরীব – মেধাবী শিক্ষার্থী ও অত্র এলাকার অসহায় দরিদ্রদের মাঝে প্রায় শতাধিক কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর প্রতিনিধি ও নেত্রকোণা যমুনা ব্যাংক শাখার ব্যবস্থাপক খন্দকার মুর্শেদুজ্জামান, ক্রেডিট ইনচার্জ মো: একরাম হোসেন খান, নেত্রকোণা সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান খান, রুহী ফয়জুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি নুরুল ইসলাম, অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।