নেত্রকোণায় সমাজসেবা অবদানে বিশেষ সম্মাননা পেল আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ
সমাজসেবা অধিদপ্তরের বিশেষ সম্মাননা পেল আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ। নেত্রকোণা জেলায় তিনটি শ্রেষ্ঠ সংগঠন এই পদক প্রাপ্ত হয়। স্বাবলম্বী উন্নয়ন সমিতি, সেরা ও এআরএফবি। জাতীয় সমাজসেবা দিবসে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এই তিনটি প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করা হয়।
সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো: মোবারক হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির পক্ষে নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, সেরার পক্ষে নির্বাহী পরিচালক এস,এম মুজিবুর রহমান।
এআরএফবি পক্ষে চেয়ারম্যান দিলওয়ার খান, নেত্রকোনা জেলা বিএনপি’র ষুন্ম আহবায়ক এস,এম মনিরুজ্জামান দুদু বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন