নেত্রকোণায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নেত্রকোণার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের ধলাকান্দা গ্রামের ধনারখাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় গণমাধ্যমকর্মী মহিউদ্দিন তালুকদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার (২৩ মে) বেলা ১১ টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখা ও সাধারণ জনগণ কর্তৃক এ মানববন্ধন কর্মসূচী আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি শিক্ষক ও সাংবাদিক মোঃ শামীম তালুকদার।
আহত সাংবাদিক মহিউদ্দিন দেনিক বাংলাদেশ পরিক্রমা নেত্রকোণা জেলা প্রতিনিধি। বিগত ২২ মে, সকাল ১১টায় ধলাকান্দা গ্রামবাসীর কাছ থেকে অবৈধ বালু উত্তোলনের সংবাদ পেয়ে সেখানে ছুটে গিয়ে তিনি বালু উত্তোলনকারীদের নিষেধ করেন।
এসময় বালু উত্তোলনকারীরা ক্ষিপ্ত হয়ে মহিউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করে। মহিউদ্দিন মারাত্মকভাবে জখম হন। তার ক্যামেরা ভেঙ্গে ফেলে ও তার কাছে থাকা টাকা ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় ২২ মে রাতে নেত্রকোণা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায় হামলাকারীরা ছিলেন সোহেল মিয়া, পিতা-আ: হেকিম, সাত্তার মিয়া, পিতা ছলিম, শাহজাহনা পিতা-মন্নাফ, বিপ্লব মিয়া পিতা – মৃত মেরাজ উদ্দিন।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদকের উপর হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন সাংবাদিক মুনায়েম খান, কাজী সফিউল আলম চৌধুরী জুয়েল, সাংবাদিক আসাদুজ্জামান খান, প্রভাষক ও সাংবাদিক বিজয় দাস, কবি শামছুদ্দোহা ফরিদ, এডঃ জহিরুল ইসলাম রানা, সাংবাদিক তানজিলা আক্তার রুবী, কবি দূর্জয় শেখ, কবি ও সাংবাদিক আব্দুস সামাদ, সাংবাদিক মোঃ মানিক মিয়া, সাংবাদিক মোঃ ওবাইদুল ইসলাম সাগর।
বক্তারা অভিলম্বে অপরাধীদের গ্রেপ্তার দাবি জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন