নেত্রকোণায় ৯ দিন ব্যাপী মন্দির ভিত্তিক সেবায়েত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নেত্রকোণায় ৯ দিনব্যাপী মন্দিরভিত্তিক সেবায়েত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন হয়েছে। ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়িতের দক্ষতা বৃদ্ধিকরনশীর্ষক এই কর্মশালাটি আয়োজন করে হিন্দু ধর্র্মীয় কল্যান ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় নেত্রকোণা সদর এর নাগড়াস্থ মা মনোরমা আশ্রমে প্রধান অতিথি হিসাবে এই কর্মশালা শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খগেন্দ্রনাথ তালুকদার, মা মনোরমা আশ্রমের সেক্রেটারি চঞ্চল সাহা নয়ন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যান ফ্রন্ট নেত্রকোণা জেলা শাখার সভাপতি সত্তেন্দ্রনাথ পাল, নেত্রকোণা জেলা কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট সেঁজুতি রায় ও টুম্পা দেবনাথ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, এ ধরনের প্রশিক্ষন যথাযথ বাস্তবায়ন হলে সামাজিক অস্তিরতা কিছুটা হলেও দুর হবে। তিনি মন্দিরভিত্তিক যেকোন সহযোগিতার জন্য সদা প্রস্তুত বলে জানান তিনি।
কর্মশালায় নেত্রকোণা জেলার মন্দির ভিত্তিক ২৫ জন সেবায়েত অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















