নেত্রকোণার খালিয়াজুরীতে প্রথমবারের মতো প্রিজন ভ্যান দিয়ে আসামী চালান
নেত্রকোণার খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে ১৩ জুয়ারী গ্রেফতারকে কেন্দ্র করে প্রথমবারের মতো প্রিজন ভ্যান দিয়ে খালিয়াজুরী থানা পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে জেলা শহরে চালান করেন।
উক্ত প্রিজন ভ্যানকে ঘিরে জনসাধারনের মধ্যে উৎসুক দেখা দেয়। তবে এর আগে খালিয়াজুরীতে প্রাইভেটকার, জিপ, ছোট ছোট ট্রাক ও বাস চলতে দেখা যায়।
সম্প্রতি জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়ক ও জনপদ বিভাগ ধনু নদীতে একটি ফেরী চালু করায় উক্ত সুবিধাটি ভোগ করতে পারছেন।
এ ব্যপারে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কুমার সাহা বলেন হাওড়বেষ্টিত উপজেলা হওয়া স্বত্তেও ধনু নদীতে একটি ফেরী থাকায় খুব সহজেই প্রিজন ভ্যান দিয়ে নিরাপদভাবে আসামী চালান করা যাবে। এতে সময় ও দুরত্ব কম লাগবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন