নেত্রকোণার খালিয়াজুরীতে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১৩ জুয়ারী গ্রেফতার

নেত্রকোণার খালিয়াজুরীতে জুয়া খেলার আসর থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ ১১ হাজার ৭ শত ৮০ টাকা সহ ১৩ জনকে গ্রেফতার করেছে খালিয়াজুরী থানা পুলিশ।

রবিবার (২০) জানুয়ারি খালিয়াজুরী থানার ৬৫৬ নং জিডি মূলে গোপন সংবাদের ভিত্তিতে উপ— সহকারী পরিদর্শক মোঃ সুলতান আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা কালীন রাত বারোটায় কৃষ্ণপুর ইউনিয়নের বেরি—মুসলিমপুর গ্রামের সেলিম মিয়ার বাড়ি থেকে এক দলবদ্ধ জুয়ারীদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলো— কৃষ্ণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির মিয়া, ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি বিল্লাল মিয়া, মিঠুন দাস, সেলিম মিয়া, মজিবুর রহমান, রবিউল আউয়াল, মিজানুর রহমান, রুহুল আমিন, রফিকুল ইসলাম, শরিফ মিয়া, সৌরভ মিয়া, কাজল মিয়া ও লাল মিয়া সহ ১৩ জন।

আটককৃত ব্যক্তিরা হল— কুতুবপুর গ্রামের ধন মিয়ার ছেলে মজিবুর রহমান (৩৭), কৃষ্ণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শের আলী মিয়ার ছেলে জাকির মিয়া (৩৬), ইদ্রিস মিয়ার ছেলে রবিউল আউয়াল (২৭), মো: চান মিয়ার ছেলে মিজানুর রহমান (২৫), কৃষ্ণপুর গ্রামের রহিম আলীর ছেলে রুহুল আমিন (৩২), আ: কাদেরের ছেলে রফিকুল ইসলাম (২৮), মৃত তালেব হোসেনের ছেলে শরিফ মিয়া (৩৭), আ: মান্নান মিয়ার ছেলে সৌরভ মিয়া (২৫), বেরি—মুসলিমপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে কাজল মিয়া (৩৫), মৃত আনসার আলীর ছেলে লাল মিয়া (৪০), কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মৃত শাবান আলীর ছেলে মোঃ বিল্লাল মিয়া (৪০), জলিল মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৮) ও নাজিরপুর গ্রামের প্রকাশ চন্দ্র দাসের ছেলে মিঠুন দাস (৩৫)।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কুমার সাহা বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, ১৮৬৭ সালের প্রকাশ্য বঙ্গীয় জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজ্বু করে উক্ত গ্রেফতারকৃত আসামীদেরকে প্রিজন ভ্যান এর মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।