নেত্রকোণার দুর্গাপুরে ন্যায্যমূল্যের সবজী বাজার উদ্বোধন

সিন্ডিকেট ঠেকাতে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের স্বল্পমূল্যে সবজিসহ কৃষি পণ্য সরাসরি ক্রয়-বিক্রয় করতে নেত্রকোনার দুর্গাপুরে উদ্বোধন করা হয়েছে কৃষকের বাজার। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগিতায় এ কার্যক্রম উদ্ধোধন করা হয়।
স্থানীয় কৃষক, ভোক্তা, শিক্ষার্থী ও সুধীজনদের নিয়ে কৃষকের বাজার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপ-সহকারি কৃষি অফিসার আনিসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, শেখ সাব্বির, রেদোয়ান প্রমুখ।
স্থানীয় কৃষক রুবেল মিয়া বলেন, আমাদের উৎপাদিত পন্য উপজেলা প্রশাসনের সহায়তায় সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পেরে আমরা আনন্দিত। দাম একটু কম পেলেও সিন্ডিকেট ব্যবসায়িদের কাছে বাকী বিক্রি করার চেয়ে নগদ বিক্রি করতে পেরে আমরা খুশি।
ক্রেতা মো. সুরুজ খন্দকার বলেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা প্রশাসন কে ধন্যবাদ দুর্গাপুরে এ ধরনের উদ্যোগ গ্রহনের জন্য। কৃষকের বাজার থেকে প্রতিটি লাউ ৪৫ টাকা, ১টি কচু ২৫ টাকা, কলমী ও লাল শাখ ১০ টাকা , বেগুন ৫৫ টাকা কেজি, ঢেঁড়স ৫৫ টাকা কেজি দরে কিনতে পেরে আমরা খুশি।
উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস বলেন, বাজার সিন্ডিকেটের কাছে সাধারণ কৃষক জিম্মি হয়ে আছে। কৃষকদের কথা ভেবে উপজেলা প্রশাসনের আয়োজনে আমাদের এই উদ্দ্যোগ। সকাল বিকাল বাজার মনিটরিংয়ের মাধ্যমে কৃষকদের স্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, এ ন্যায্য মূল্যের বাজারটা মূলত কৃষকের। কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য(সবজি) এ বাজারে নিয়ে আসছে এবং ক্রেতারাও সরাসরি কৃষকের কাছ থেকে পন্য ক্রয় করতে পারছেন। এখানে কোন তৃতীয় ব্যক্তি নেই।
তাই কৃষকও ন্যায্য মূল্য পাচ্ছে, ক্রেতারাও সঠিক দামে ক্রয় করতে পাচ্ছে। উপজেলা কৃষি অফিস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আমরা বাজারের জায়গাটা তৈরি করে দিয়েছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















