নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ কারবারী গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে ৪৬বোতল ভারতীয় মদসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ অক্টোবর শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো,উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভূলিপাড়া গ্রামের হোসেন আলী (৩০),শশারপাড় গ্রামের মোঃ রুহুল আমীন(২৩),বিজয়পুর গ্রামের মোঃ আকাশ মিয়া (২০),পার্শবর্তী উপজেলা পূর্বধলার চরপাড়া গ্রামের মোঃ সাদির মিয়া(২৬)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামের সোমেশ্বরী নদীর বালুর চরে পুলিশের অভিযানে নিষিদ্ধ ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ ও চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, সীমান্ত এলাকা দিয়ে মোটরসাইকেল, অটো, পিকআপ এবং বিভিন্ন যানবাহনে অন্যান্য মালামালের সাথে অভিনব কৌশলে দেশের বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছে মাদক কারবারিরা। তারা এ পাচার কাজ চালায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম চন্দ্র দেব জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন