নেত্রকোণার মদনে কথা কাটা কাটি নিয়ে ঝগড়ায় আহত ১

নেত্রকোণার মদন উপজেলার মদন ইউনিয়নের বারবুড়ী গ্রামে গত বৃহস্পতিবার (১১ অক্টোবর)
সকালে স্বপনের মুদির দোকানের সামনে মৃত আলী উসমান ছেলে মোঃ বকুল( ৬৫) কে অতর্কিত ভাবে হামলা চালায়, একই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মোঃ ছোটন মিয়া।

হামলায় বকুর গুরুতর আহত হলে পরিবারের স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কতব্যর্রত ডাঃ উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার
স্বপন মিয়ার মুদির দোকানে সামনে বকুলকে একা পেয়ে ছোটন (৪৮)ও তার দলবল নিয়ে অপ্রত্যাশিত ভাবে হামলা চালায়। এতে বকুলের ডান চক্ষে মারাত্মক ভাবে আঘাত পায়,জখমী সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা ছোটন চিনিয়ে নিয়ে যায়।এবং বকুলের বসতঘর ভাংচুর করে টাংগের ভিতর হতে চার ভরি স্বর্নসহ নগদ ১ লক্ষ টাকা লুঠ করে নিয়ে যায়, ছোটনের ছেলে মোস্তাকিম (২২)ও ছোটনের ছোট ভাই লাহুত।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী দেখা যায় গত (১২ অক্টোবর) বিকালে ছোটন মিয়ার স্ত্রী শিল্পীকে রোগী বানিয়ে মদন হাসপাতালে ভর্তি করে।
ঝগড়া বিষয়ে মদন ইউপি সদস্য মোঃ মাহবুবের
নিকট জানতে চাইলে তিনি বলেন,বকুল মিয়া একজন ভালো মানুষ, তাকে এ ভাবে মারা টিক হয় নি। আমি এর নিন্দা জানাই।

বিবাদীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করে ও কথা বলা সম্ভব হয়নি।

মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, গত ১১ অক্টোবর অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ে করা হয়েছে, আসামি ধরার জন্য অভিযান অব্যাহত আছে।