নেত্রকোণার মদনে কিশোর কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত
নেত্রকোণা মদন প্রতিনিধিঃ মদন উপজেলার কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ২০২৩-২৪ অর্থ বছরের ২য় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির( সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক কর্মকর্তা ভারপ্রাপ্ত শারমিন শাহাজাদীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ সোহাগ, চান গাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়ত উল্লা রয়েল, মদন ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন।
এ ছাড়া ও সভায় উপস্থিত ছিলেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, নায়েক পুর ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ হাদিছ মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া জানান,উপজেলায় ০৯ টি ক্লাবের কার্যক্রম গতিশীল করার লক্ষে ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন