নেত্রকোণার মদনে কৃষি মেলা’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় “কৃষি মেলা-২০২৩” এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপি অনুষ্ঠিত মেলা’র শেষ দিনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতি করেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের নেত্রকোণা জেলার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোঃ মোস্তফা কামাল রুবেল ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতী মোঃ আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে, নার্সারী মালিক ও সাধারণ কৃষকদের মাঝে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ করে, কৃষকদের মাঝে অনুষ্ঠিত হাডুডু খেলায় চ্যাম্পিয়ন তিয়শ্রী ইউনিয়ন দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার দেয়া হয়।
শিক্ষক আজিমুল হকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এ সোহাগ ও গণমাধ্যম কর্মী প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন