নেত্রকোণার মদনের গোবিন্দশ্রী ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ
নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের (১১এপ্রিল) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের
সামনে বিনামূল্যে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
জানা যায়, ২০২২-২০২৩ বার্ষিক উন্নয়ন কর্মসূচীর( এডিপি) এর আওতায় গোবিন্দশ্রী ইউনিয়নের ২৫ টি স্প্রে মেশিন কৃষকদের হাতে তোলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দশ্রী ইপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান ( মামুন) উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, উপ-সহকারী কর্মকর্তা মোঃ দিদারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাহাবুল ইসলাম। ২৫ টি পরিবারের মাঝে একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন