নেত্রকোণার মদনে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু
নেত্রকোণার মদনে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু
“স্মার্ট কৃষি, স্মার্ট বাংলাদেশ ‘এই স্লোগানকে কাজে লাগিয়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পে আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) ১১ টায মদন উপজেলা পরিষদের চত্বরে এ মেলা উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার
সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, খালিয়াজুড়ি সার্কেল মোঃ রবিউল ইসলাম, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাওহীদুর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এ সোহাগ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান।
এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৩ দিনব্যাপী
এ মেলা চলবে আগামী (২০ জুলাই) পযর্ন্ত।
মোঃমোশাররফ হোসেন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন