নেত্রকোণার মদনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

নেত্রকোণা মদন তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামে ২ পক্ষে মধ্যে এ ঘটনা ঘটে।

জানা যায় শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত্রে বাস্তা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আদর মিয়া(৪০) এর বসত ঘরে প্রায় সময়ই কে- বা কাহারা ঢীল ছুড়তে থাকে, এতে বউ ছেলে-মেয়ে নিয়ে বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়ে। গত রাত আনুমানিক ১ ঘটিকার সময় একই গ্রামের মৃত ইসমাহিল এর ছেলে এরশাদ (৩৫) কে হাতেনাতে ধরার পর তাকে বেধড়ক মারধর করে আহত করলে রাতেই মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্ওি করে। এরই জের ধরে, এরশাদের সহোদর ভাই কাজল (২০) ফুল মিয়া (১৯) চন্দন মিয়া(৩২) আদর মিয়াকে সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় হাওরে একা পেয়ে দেশিও অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে, এতে সে গুরুতর

আহত হলে পরিবারের স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

একই বাড়ির বসতি কবির জানায়, বিগত কয়েক মাস যাবত আদর এর বসত ঘরে প্রায় রাত্রেই ঢিল ছুড়ছে শুনা যায়, গত রাতে ইসমাইলের ছেলে এরশাদকে হাতেনাতে ধরা হয়েছে, এ জের ধরে সকালে আদরকে দেশিও অস্ত্র দিয়ে আঘাত করে।

এ বিষয়ে মদন থানার তদন্ত কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।