নেত্রকোণার মদনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ইউএনও

পবিত্র ঈদ উল আযহা-২০২৪ উপলক্ষ্যে নেত্রকোণার মদন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার (ঈদ সামগ্রী) বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।

রোববার (১৬ জুন) উপজেলার গুচ্ছগ্রামে বসবাসরত ৩৬০ টি পরিবার ও অন্য আরো ২৫০ টি অসহায় পরিবারের মাঝে চাল, চিনি ও সেমাই বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভূমি সরকারি রুপক চন্দ্র সরকার, মদন উপজেলা প্রতিনিধি কালের কন্ঠ ফয়েজ আহমদ হৃদয়, ভোরের ডাক সাংবাদিক নিজাম তালুকদার প্রমুখ।

সুবিধাভোগী রহিমা, বানেছা, হাসেম মিয়া সহ অনেকে জানান, উপজেলায় এই প্রথম বার উপজেলা নির্বাহী অফিসার গুচ্ছগ্রামে এসে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে সরাসরি ঈদ সামগ্রী বিতরণ করেন।