নেত্রকোণার মদনে বিনা মূল্যে বীজ ধান ও রাসায়নিক সার বিতরণ
নেত্রকোণা মদন উপজেলা কৃষি অফিস চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ ধান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর)সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।
২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধান (উফশী), বোরো ধান (হাইব্রিড) ও শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তা প্রদানের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, রবি মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই উপজেলার ৪২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ ধান (উফশী), ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। এছাড়া অন্য যেসব কৃষকরা বীজ ধান (হাইব্রিড) নিতে ইচ্ছে পোষণ করেন, তাদেরকে জনপ্রতি ২ কেজি করে বোরো ধানের (হাইব্রিড) বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন