নেত্রকোণার মদনে বিভিন্ন আয়োজনে শেখ রাসেল দিবস পালিত
নেত্রকোণার মদনে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
শেখ রাসেল দিবস উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে প্রথমে উপজেলা মুক্ত মঞ্চে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তারপর বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া। সঞ্চালনায় ছিলেন, কৃষি সম্প্রারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ ও প্রধান শিক্ষক কামরুজ্জামান রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ্ নূর রহমান, উপজেলা প.প.কর্মকর্তা ডা. নূরুল হুদা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান ও কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
বক্তব্য বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ১৮ অক্টোবর বুধবার আজ। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্ম গ্রহন করেন। ১৯৭৫ সালে ১৫ই আগস্টের কালরাতে বাবা-মা ও পরিবারের অন্যান্য স্বজনের সঙ্গে তাঁকে ও নিষ্ঠুরভাবে হত্যা করে নরপিশাচরা।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, নায়েক পুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসলিম উদ্দিন,গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল আই সিটি কর্মকর্তা তারিক মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ প্রধান শিক্ষকগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন