নেত্রকোণার মদনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সূজন বাজারের সূজন
আসন্ন নেত্রকোণা মদন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের পশ্চিম পাড়া বাসিন্দা মৃত সাজালী মিয়ার ছেলে সূজন বাজারের সূজন। মুলত তার নামেই নামকরণ করা হয়েছে সূজন বাজার।
তাঁর প্রকৃত নাম হাফেজ মোঃ নুরুজ্জামান (সূজন)। তিনি উপজেলার মণিকা “ইসমাঈল সরকার হাফিজিয়া মাদ্রাসা’র প্রধান শিক্ষক। এছাড়াও ২২ বছর যাবৎ কদমশ্রী বড়হাঁটি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষ তাঁকে সূজন হুজুর নামেই চেনে। সৎ ও ভালো মানুষ হিসেবে সমাজে তাঁর যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে।
মদন উপজেলায় আগামী ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চেয়ারম্যান পদে ০৬ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৪ জন ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ০৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তার মধ্যে হাফেজ মোঃ নুরুজ্জামান (সূজন) একজন, যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
নুরুজ্জামান সূজন বলেন, মদন উপজেলার গোবিন্দশ্রী ও মাঘান এই দুই হাওর ইউনিয়নে কোনো ভাইস চেয়ারম্যান প্রার্থী নেই। আমরা ঐ ইউনিয়নের মানুষ গুলো একই পরিবেশে বসবাস করি। একে অন্যের সাথে চেনা-জানা রয়েছে।
এছাড়াও উপজেলার আলেম সমাজে আমার যথেষ্ট পরিচিতি রয়েছে।তাই বিশ্বাস করি উপজেলার সাধারণ জনগণ একজন সৎ ও যোগ্য মানুষ হিসেবে আমায় নির্বাচিত করবে (ইনশাল্লাহ্)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন