নেত্রকোণার মদনে ভূমি সেবা সপ্তাহ পালিত

স্মার্ট ভুমি সেবা, স্মাট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে সোমবার ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে এ সেবা সপ্তাহ পালিত হয়।

এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারি কমিশনার ভূমি এটি এম আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও মোঃ শাহ আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি,সাবেক ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রমূখ।