নেত্রকোণার মদনে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাড়রী ভগবতপুর (বড়বাড়ী) গ্রামে মারামারির মামলায় মিথ্যা আসামি করা হয়েছে পাঁচ জনকে। মামলার বাদীর অনৈতিক কাজে বাধা দেওয়ায় তাদেরকে আসামি করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে সুধের টাকার জের ধরে একই গ্রামের সবুজ মিয়া ও তার ছেলে মনির ধারালো অস্ত্র দিয়ে বাদী জরিনা আক্তার ও তার মেয়ে পান্না আক্তার, ফরিদা ইয়াসমিনকে জখম করে।
আমরা ঐ দিন বাড়িতে ছিলাম না। ইউপি সদস্য সহ গ্রামের লোকজন ঘটনা সম্পর্কে বিস্তারিত জানেন। এলাকায় আলোড়ণ সৃষ্টিকারী জরিনা আক্তারের অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় তাদের দুইজনের সাথে আমাদের পাঁচজনকেও আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২টায় প্রেসক্লাব মদন নেত্রকোণার সম্মেলন কক্ষে এ কথাগুলো তুলে ধরেন নিরপরাধ পাঁচ ব্যক্তি। তারা তদন্ত সাপেক্ষে আসামি থেকে নিজেদের নাম বাদ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ওই দিন স্মররকলিপি প্রদান করে। নিরপরাধ ব্যক্তিরা হলেন ১। মোঃ জুবায়ের ২। মোঃ আনোয়ার হোসেন ৩। মোঃ আমিরুল ৪। মোঃ সাজিবুল ৫। মোঃ সালাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন