নেত্রকোণার মদনে ১৪৫ ধারা জারির পর বাদীগণের উপর হামলা, অতঃপর গ্রেপ্তার-১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG_20230416_163916-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে জমি সংক্রান্ত মামলা চলমান জেনেও জমি ক্রয় করে পাকা ভবন নির্মাণ করছিলেন বিবাদী সৈয়দ মানিক মিয়ার ছেলে সৈয়দ লতিফ(৪৩)।
আদালতে মামলা চলমান অবস্থায় স্থায়ী ভাবে পাকা ভবন নির্মাণ না করতে পুনরায় আদালতের শরণাপন্ন হয় বাদী রুবেল মিয়া। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ গত মঙ্গলবার (১১ এপ্রিল) ১৪৫ ধারা জারি পরপরই বাদীর ভাই মজিবর রহমান রুকনের উপর হামলা চালায় সৈয়দ লতিফ ও তার দল বল। এতে মজিবর রহমান রুকন গুরুতর আহত হয়।
ঐ দিন রাতেই রুবেল মিয়া বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে “দৈনিক ভোরের দর্পণ” সহ আরো দু’একটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি পুলিশ প্রশাসন গুরুত্ব সহকারে আমলে নেয়।
এরই ধারাবাহিকতায় রোববার (১৬ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করে সৈয়দ মানিক(৬৫) নামের এক আসাীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে মামলা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস আই মোঃ মজিবর রহমান বলেন, ৭ জন আসামীর মধ্যে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকীদের ধরতে অভিযান চলমান রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন