নেত্রকোণার মদনে ৪ জনকে গুণী শিক্ষক নির্বাচিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/10/1_20241005_183048_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণার মদনে উপজেলা পর্যায়ে ০৪ জনকে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ে ২ জন ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২ জনসহ মোট ৪ জনকে গুণী শিক্ষক হিসেবে এ বছর নির্বাচিত করা হয়েছে।
মাধ্যমিক পর্যায়ে দু’জন হলেন- ফতেপুর সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম চৌধুরী ও গোবিন্দশ্রী দারুল উলুম দাখিল মাদ্রাসার সহ-সুপার মোঃ জাকারিয়া মির্জা। আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ শামছুল হক ও আলহাজ্ব মোজাফফর আহমেদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম উচ্চ মাধ্যমিক পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, মদন উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ১৬ টি, কলেজ (সাধারণ) ৩ টি, বাণিজ্য ও কারিগরি কলেজ ২ টি, দাখিল মাদ্রাসা ৬ টি এবং ফাজিল মাদ্রাসা রয়েছে দুইটি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন