নেত্রকোণার মদন পৌরসভায় ৩ পরিবারের রাস্তা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, এক পরিবার গৃহবন্দী
নেত্রকোণা মদন পৌরসভার ৬নং ওয়ার্ডে রাস্তা নিয়ে তিন পরিবারের মধ্যে চলছে বিরোধ। একে অন্যের দিকে তুলছে পাল্টাপাল্টি অভিযোগ। এরই জেরে ফরছুদ আহম্মেদের পরিবার গৃহবন্দী হয়ে পরার অভিযোগ উঠেছে।
রবিবার (২৩ শে এপ্রিল) দুপুরে সরজমিনে গেলে ভোক্তাভোগী ফরছুদ আহম্মেদ বলেন, ২৫ বছর যাবৎ অন্যের বাড়ি দিয়ে চলাচল করছি। আজ এর বাড়ি তো কাল অন্যের বাড়ি দিয়ে চলাচল করছি। অথচ মালিক আমাদের রাস্তা দিয়েই জমি বিক্রি করেছেন।
তিনি আরো বলেন, ২০০১ সালে আব্দুল আলী মাস্টারের কাছ থেকে আমারা তিনজনে মোট ৪৩ শতাংশ জমি ক্রয় করি। তার মধ্যে নুরুল আমিন আজাদ মাস্টার ১৬.১২৫ শতাংশ, ইসমাইল মাস্টার ১৬.১২৫ শতাংশ আমি ১০.৭৫ ক্রয় করি। তাদের দু’জনের দলিলের চৌহদ্দিতে ৬ ফুট করে রাস্তা উল্লেখ থাকলেও আমাদের চলাচল করতে দিচ্ছে না।
এ বিষয়ে নুরুল আমিন আজাদ বলেন, জমির সাবেক মালিক আমাদের তিন পরিবারকেই ৪৩ শতাংশ জমির উত্তর থেকে দক্ষিণ বরাবর ১.৫ শতাংশ জমি রাস্তা জন্য দিয়ে ছিলেন। যার মূল্য তিনি আমাদের করোর কাছ থেকে নেননি। কিন্তু ফরছুদ আহম্মেদ উনার অংশের জায়গায় রাস্তার জন্য জায়গা না রেখেই ঘর নির্মাণ করেছে। উনি রাস্তার জন্য জায়গা দিলে আমিও রাস্তার জন্য জায়গা দিব।
ইসমাইল হোসেন জানান, সাবেক মালিকের রাস্তা জন্য দেওয়া ১.৫ শতাংশ জায়গায় পূর্বেই ফরছুদ আহম্মেদ দখন করে ঘর নির্মাণ করে ফেলেছে। আমি সবসময়ই রস্তার জন্য জায়গা দিতে প্রস্তুত। কিন্তু ফরছুদ আহম্মেদ তো রাস্তার জন্য জায়গা দিচ্ছে না।
এ বিষয়ে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ঈশা খান জানান, এ বিষয়ে আমি অবগত হয়েছি। সমস্যা সমাধানের জন্য পৌর মেয়র বরাবর লিখিত আবেদন করতে, আমি তাদের পরমার্শ দিয়েছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন