নেত্রকোণার মোহনগঞ্জে নৈশ্যকালীন ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
নেত্রকোণার মোহনগঞ্জে আদর্শনগর এলাকার মহড়া গ্রামে ব্যতিক্রমী নৈশ্যকালীন ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মহড়া গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া ছেলেদের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
(১৭ জানুয়ারী) দিবাগত রাত ৯টায় মহড়া গ্রামের কমলেশ বাবুর বাড়ীর পিছনের খালি জায়গায় অস্থায়ী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে ৪ টি দল অংশগ্রহন করে।
তাদের মধ্যে দুটি দল চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় অংশগ্রহন করে ।দলগুলি হল মহড়া কিংস ও মহড়া ইয়াং স্টার। উক্ত খেলায় মহড়া ইয়াং স্টার ১-০ গোলে বিজয়ী হয়।প্রথমবারের মত আযোজিত এই টুর্নামেন্টটি উপভোগ করতে গ্রামের নারী-পুরুষের উপছে পড়া ভীড় ছিল।
টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি শামছুল আলম তালুকদার, বিশেষ অতিথি হিসাবে ছিলেন শিক্ষক প্রলয় সরকার টাবলু, বিএনপি নেতা আজিজুল হক, আবুল কাসেম, পরিতোষ সরকার, ইউপি সদস্য কাজল তালুকদার প্রমুখ।
প্রধান অতিথি শামছুল আলম তালুকদার বলেন যে মানুষকে বিনোদন দিতে যুবকদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।সুন্দর ও সুশৃংখল পবিবেশে এমন একটি প্রতিযোগিতা উপভোগ করায় আয়োজকদের তিনি ধন্যবাদ জানান।
এ ধরনের প্রতিয়োগিতা অব্যাহত রাখার প্রত্যয় প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন আবহমান কাল ধরে এই গ্রামের হিন্দু-মুসলমান ধর্ম বর্ণ নিবিশেষে মিলেমিশে অবস্থান করছে। ভবিষ্যতে যেন এর ধারাবাহিকতা বজায় থাকে সে বিষয়ে নতুন প্রজন্মকে সজাগ থাকার আহবান জানান।
মহড়া ইয়াং স্টার দলের অধিনায় মো: নাসির উদ্দিন জানান যে সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে বৃহত্তর পরিবেশে এই টুর্নাংমেন্ট অনুষ্ঠিত হবে। এমন একটি আযোজন তিনি নিজেকে আনন্দিত মনে করেন। তাদের এই উগ্যোগকে সহযোগিতা করার জন্য গ্রামের সকল মানুষকে ধন্যবাদ জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন