নেত্রকোণা-৪ আসনে শেষ দিনে মনোনয়ন জমা দিলেন যারা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নেত্রকোনা-৪
আসন( মদন,মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) নির্বাচনী এলাকায় শেষ দিনে মদনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন যারা।
বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর) উপজেলা নির্বাচন অফিসের কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রধান মন্ত্রীর সাবেক ব্যাক্তিগত সচিব ও জেলা আ,লীগের সহসভাপতি সাজ্জাদুল হাসান দলীয় প্রতীক নৌকা নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
অপরদিকে মদন উপজেলার কৃতি সন্তান তৃনমূল ( বিএনপি) মোঃ আল-মামুন সোনালী আঁশ প্রতীক নিয়ে মদন রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ) এর মনোনীত প্রার্থী মোঃ মুশফিকুর রহমান গতকাল মনোনয়ন পত্র দাখিল করেন।
জাতীয় পাটি মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ লিয়াকত আলী খান জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়াণ নেতা মোঃ শফি আহমেদ জেলা প্রশাসনের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।
জেলা রিটার্নিংসহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা এ প্রতিনিধিকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ ৩০ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে নেত্রকোণা-৪ ( মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে ৫ জনের মনোনয়ন পত্র জমা
হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন