নেত্রকোনায় নিজ বিদ্যালয়ের ছাত্রী’কে শ্লীলতাহানির অভিযুক্ত প্রধান শিক্ষক বরখাস্ত

নেত্রকোনার দুর্গাপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়ায় আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশানন্দ শীল’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে জেলা শিক্ষা অফিস।
বৃহস্পতিবার(২৯মে) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান বিষয়টি প্রতিবেদক’কে নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার(২৭মে) এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয় এবং বিভাগীয় মামলাও দায়ের করা হয়।
বিবরণে প্রকাশ গত ১৫ মে বৃহস্পতিবার স্কুল চলাকালীন সময়ে প্রধান শিক্ষক আশানন্দ শীল ওই স্কুলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে টেনে ওয়াসরুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন। তারপর ওই ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়।
ছাত্রীটি চিৎকার করে তখন অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে দরজায় ধাক্কা দিলে শিক্ষক দরজা খুলে বের হয়ে স্কুল থেকে পালিয়ে যান। বিষয়টি জানাজানির পর গা ডাকা দেন ওই শিক্ষক। এ নিয়ে “শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ” শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান বলেন, ওই শিক্ষকের ঘটনাটি সংবাদপত্র ও স্থানীয় লোকজনদের মাধ্যমে জানতে পেরে সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে গিয়েছি। সেখানে গিয়ে শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের সঙ্গে কথা বলি এবং ঘটনার সত্যতা পেয়ে তা উল্লেখ করে আমি জেলা শিক্ষা অফিসার মহোদয় বারবার প্রতিবেদন প্রেরণ করি।
এরপর এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার মহোদয় ওই অভিযুক্ত প্রধান শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেন এবং বিভাগীয় মামলা করেণ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন