নেত্রকোনায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মন্টি সরকারকে সংবর্ধনা

ধর্মবিষয়ক মন্ত্রনালয় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রীমতি মন্টি সরকারকে নেত্রকোণার কেন্দুয়ার ঐতিহ্যবাহী সাজিউড়া দেবমন্দির কমিটির পক্ষ থেকে সংবর্ধিনা দেয়া হয়েছে।সাজিউড়া দেবমন্দির খুব প্রাচীন একটি মন্দির।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শ্রীমতি মন্টি সরকার সাজিউড়া দেবমন্দির প্রাঙ্গনে পৌঁছলে এলাকার সনাতনী ভাই-বোনেরা ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন ও সমস্বরে অতিথির অগমনী স্লোগান এবং মায়েরা উলুধ্বনী দিয়ে মন্দির প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

অতিথিকে উত্তরীয় পড়িয়ে দিয়ে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন সাজিউড়া দেব মন্দির পরিচালনা কমিটির নতুন সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা সাথে ছিলেন উৎপল বিশ্বাস জয়, অপু রানী বিশ্বাস, কৃষ্ণ চন্দ্র সরকার ও রাজন দেবনাথ।

সমরেন্দ্র বিশ্বশর্মার সভাপতিত্বে ও উৎপল বিশ্বাস জয় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শ্রীমতি মন্টি সরকার বলেন, তিনি যে সম্মাননা পেয়েছেন তাতে তিনি অভিভুত ও চিরদিন স্মরণ রাখার মত। তাকে চিরঋনী করে ফেলেছেন বলে এমনটাই প্রকাশ করেন তিনি।

এ সময় বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সিনিয়র উপদ্ষ্টো খগেন্দ্র নাথ তালুকদার, ট্রাস্টের নেত্রকোণা জেলা শাখার পরিচালক এ কে এম হাসান উজ জামান, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্টের নেত্রকোণা জেলা শাখার আহবায়ক সত্যেন্দ্র পাল, কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক ভূঞা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সাধারন সম্পাদক সজল কুমার সরকার প্রমুখ।