নেত্রকোনার আটপাড়ায় পানিতে ডুবে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রের মৃত্যু

নেত্রকোণা আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়ের মঙ্গলশ্রী গ্রামের বড়বাড়ির ইকরামুল হক লিয়ন (১৪) নামের এক স্কুল পড়ুয়া ছাত্রের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। সে মদন উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি তহুরা আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। লিয়নের পিতা কৃষক মোঃ দ্বীপু মিয়া।

পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২.৩০ মিনিটের দিকে লিয়ন তার গ্রামের মিস্ত্রি বাড়ির পেছনের মগড়া নদীতে প্রতিদিনের ন্যায় গোসল করতে যায়। তার চাচা সেলিম মিয়া দুপুর ১.৩০ মিনিটে দিকে গোসল করতে গিয়ে দেখে লিয়নের কাপড়, জুতা ও বালতি নদী ঘাটে পড়ে আছে।

সেমিল মিয়া কাপড়-চোপড় লিয়নের মায়ের কাছে নিয়ে গেলে তখন সবাই নিশ্চিত হয় লিয়ন পানিতে ডুবে গেছে। পরে বিষয়টি মদন ফায়ার স্টেশনে জানালে তারা দ্রুত ঘটনা স্থলে যায়। কিন্তু লিয়নের কোনো হদিস না পাওয়ায়, তাৎক্ষণিক ময়মনসিংহ ডুবুরি টিমকে অবহিত করে। মদন ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোঃ জহিরুল হকের নেতৃত্বে ডুবুরি দল সন্ধ্যায় ঘটনা স্থলে পৌছে মগড়া নদীতে প্রায় ১ ঘন্টা অভিযান চালিয়ে নিহত ইকরামুল হক লিয়নকে খুঁজে পায় ডুবুরি দল।

মদন ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার জহিরুল ইসলাম জানান, দুপুর ৩ টার কিছু আগে আমরা ঘটনা স্থলে এসে ময়মনসিংহের ডুবুরি টিম খবর দিলে, সাইফুল ইসলামের নেতৃত্বে ডুবুরি টিম অনেক খুঁজা-খুঁজির পর লিয়নের মৃত দেহ মগড়া নদীতে পাওয়া যায়। আর এ কাজে মদন প্রেসক্লাবের সাংবাদিক ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন।

এ সময় এলাকার সচেতন নাগরিক সমাজ ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।