নেত্রকোনার কলমাকান্দায় লরি উল্টে এক চালক নিহত
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে এর চালক নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লরি চালকের মৃতদেহ উদ্ধার করে।
নিহত লরি চালক নিলয় দাস (২১) কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকুলিয়ায় গ্রামের যতিন্দ্র দাসের ছেলে।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে কোন এক সময় কলমাকান্দা-ঠাকুরাকোণা আঞ্চলিক মহাসড়কের কলমাকান্দার আশারানী নামক এলাকায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বালু বোঝাই লরিটি আশারানী নামক এলাকায় দিয়ে যাওয়ার সময় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক নিলয় দাস লরির নীচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লরির চালকের মৃতদেহ উদ্ধার করেন।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে নিহত লরি চালক নিলয় দাসের মৃতদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন