নেত্রকোনার খালিয়াজুরীতে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে নেত্রকোণার খালিয়াজুরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী খালিয়াজুরী উপজেলা শাখার আয়োজনে উপজেলা জামায়েতের আমীর মাও: ইসমাইল হোসেন এর নের্তৃত্বে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা চত্তরে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে কলেজ মাঠ প্রাঙ্গনে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে দলের নেতাকর্মীরা।

উক্ত সমাবেশে উপজেলা জামায়েতের সেক্রেটারি রুহুল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়েতের আমীর মাও: ইসমাইল হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হা: মুস্তাকিম বিল্লাহ, জামায়েত নেতা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়েতের অমুসলিম শাখার সভাপতি অরুন বিশ^াস, সেক্রেটারি অধির দাস, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাসেল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নের্তৃবৃন্দ।

সমাবেশে দেশের সার্বিক সংকট নিরসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সুষ্ট র্নিবাচন আয়োজন করার দাবি জানান বক্তারা।

সমাবেশ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীতা ঘোষনা করা হয়। উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন মাও ইসমাইল হোসেন, ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আবুল কালাম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা মহিলা জামায়েতের সেক্রেটারি মরিয়ম।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দূর্গা পূজা প্রসঙ্গে একটি দলের নেতা যে মিথ্যা ও বানোয়াট কথা বলেন এর প্রতিবাদে তীব্র নিন্দা জানান উপজেলা জামায়েতের সেক্রেটারী মাও: রুহুল আমিন।