নেত্রকোনার খালিয়াজুরীতে গো-খাদ্য ও শুকনো খাবার রাখার ড্রাম বিতরন
খালিয়াজুরীতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)র বাস্তবায়নে গো-খাদ্য ও শুকনো খাবার রাখার ড্রাম বিতরন করা হয়েছে।
বিতরন কার্যক্রম উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান গোলাম আবু ইছহাক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপি’র উপপরিচালক খলিলুর রহমান, এল সি আর প্রকল্পের ফিল্ড অফিসার মশিউর রহমান, এস আর এসপি প্রকল্পের সুপারভাইজার মহিবুর রহমান, ইউপি সদস্য ফখরুল আলম, সাহারা খাতুন প্রমুখ।
এসময় আকস্মিক বন্যা মোকাবেলায় আগাম কার্যক্রম হিসেবে “ইনক্রেজিং কেপাসিটিজ এন্ড স্কেল ফর এন্টিকেপাটরজ একশন ইনক্লোডিং ধ্রো সোশাল প্রোটেকশন সিসটেম” কর্মসূচির আওতায় উপজেলার খালিয়াজুরী ও চাকুয়া ইউনিয়নে ২২১৮টি পরিবারের মধ্যে ২৫ কেজি করে দুটি গো-খাদ্যের বস্তা ও একটি করে প্লাস্টিকের ড্রাম বিতরন করা হয় ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন