নেত্রকোনার খালিয়াজুরীতে সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রীর মুক্তির দাবিতে মানববন্ধন

নেত্রকোণার খালিয়াজুরীতে সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) উপজেলার প্রধান প্রধান সড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নের্তৃবৃন্দগণ অন্তবর্তীকালীন সরকারের কাছে অতিবিলম্বে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান কেষ্টু, নাজমুল হক তালুকদার আরিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক পলিন সহ অন্যান্য অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।
জানা যায়, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার অভিযোগে ২০০৭ সাল থেকে বাবর কারাগারে আছেন ও ১০ ট্রাক অস্ত্র মামলায় তিনি মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী।
নের্তৃবৃন্দগণ বলেন, বিগত স্বৈারাচার সরকার ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে। বেশ কয়েকটি মামলার রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে, কিন্তু এসব পরিহার করে অবিলম্বে তাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে।
আর যদি বাবরকে মুক্তি না দেওয়া হয়, তাহলে ঢাকার রাজপথে বাবর আন্দোলন গড়ে তুলে তাকে কারাগার থেকে মুক্তি করে নিয়ে আসবে বলে জানান তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন

















