নেত্রকোনার খালিয়াজুরীতে এই প্রথম বসবে কুরবানির পশুর হাট

আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে জনগনের কুরবানির পশুর চাহিদা মেটাতে নেত্রকোণার হাওড় বেষ্টিত উপজেলা খালিয়াজুরী সদরে আগামী ২৯ মে বৃহস্পতিবার স্থানীয় কলেজ মাঠে এই প্রথম বসতে যাচ্ছে কুরবানির পশুর হাট।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার, মো: উজ্জল হোসেনের স্বাক্ষরিত পত্রে উক্ত পশুর হাট বসার অনুমতি প্রকাশ পায়।

পশুর হাটে সার্বিক দায়িত্ব পালনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র খালিয়াজুরী উপজেলার শাখার সর্বস্তরের নের্তৃবৃন্দ সহযোগিতা করবেন বলে প্রতিশ্রæতি দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু।

তিনি আরও বলেন, হাটে ক্রেতা-বিক্রেতাগণ কোন ধরনরে খরচ ছাড়াই গরু কেনা-বেচা করতে পারবেন। এছাড়া বিশৃঙ্খলা বা অপ্রতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা পালন করবেন।

বহুল প্রতিক্ষার পরে খালিয়াজুরীতে পশুর হাট বসবে বলে এলাকার সাধারন জনগণ খুবই খুশি ও আনন্দিত। এছাড়া কম খরচে বাড়ির কাছে সহজেই পশু কেনা-বেচা করতে পারবেন বলে তারা ধন্যবাদ জানান আয়োজকদের।
ঈদের পূর্বে ৪ ও ৫ তারিখ বুধ ও বৃহস্পতিবার আবারো হাট বসার সম্ভাবনা রয়েছে বলে জানান মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু।