নেত্রকোনার দুর্গাপুজায় বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় নয় বিজিবি‘র উপ-মহাপরিচালক
নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন দুর্গাপুজা, সীমান্তের নিরাপত্তা সহ নানাবিধ বিষয় নিয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুশীল শ্রেনীর প্রতিনিদিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে স্থানীয় প্রাচীনতম দশভুজাবাড়ী মন্দির চত্ত¡রে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, ময়মনসিংহ বিভাগের বিজিবি‘র উপ-মহাপরিচালক সরদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক আব্দুল আউয়াল, ক্যাম্প কমান্ডার মিলাল হোসেন, সুবেদার নুর মোহাম্মদ, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ধীরেশ পত্রনবীশ, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, ব্যবসায়ি দেবল চক্রবর্ত্তী, সুশিল শ্রেনীর প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিজিবি উপ-মহাপরিচালক বলেন, দুর্গাপুজা নিয়ে কোন প্রকার বিশৃঙ্খলা ঘটালে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা শুধু দুর্গাপুজাই নয় অত্র এলাকার অন্যান্য নিরাপত্তা নিয়েও কাজ করবো। আমাদের একার পক্ষে কিছুই করা সম্ভব নয়। আসুন, দেশ ও জাতীর নিরাপত্তায় সকলে মিলে একসাথে কাজ করি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন