নেত্রকোনার দুর্গাপুরে অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের ফেরতসহ অর্থদন্ড

নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে বিশাল পরিবহন’কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ-সময় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের বিরিশিরি এলাকার ঘটনা।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশাল পরিবহন বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের খবরে দুর্গাপুর সেনাবাহিনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোস্তফা কামালের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা মেলে।
পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ-সময় যাত্রীদের থেকে অতিরিক্ত নেওয়া ভাড়ার ৯,৫০০ টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয় সেই সাথে মুচলেকা নেওয়া হয়।
এ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, জরিমানা করার পাশাপাশি যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে সেই সাথে ভবিষ্যতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে না বলে বাস চালক এবং সুপারভাইজারের নিকট হতে মুচলেকা নেওয়া হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন