নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী নেতা সুব্রত সাংমার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বঙ্গবন্ধু পরিষদ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও আদিবাসী নেতা সুব্রত সাংমার ওপর অতর্কিত হামলা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ওই ইউনিয়নের রাশীমনি বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকার কাজল মিয়া নামের এক ব্যবসায়ীর সাথে বর্তমান চেয়ারম্যানের ভাই বদিউজ্জামান বদি‘র কথা কাটাকাটি‘র এক পর্যায়ে মারধরের ঘটনা শুরু হয়। পরবর্তিতে এ নিয়ে সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা কথা বলতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালায় বর্তমান চেয়ারম্যানের ভাই সহ অন্যান্যরা। হামলায় গুরুতর আহত সুব্রত সাংমা, সবুজ মিয়া ও যুবলীগ নেতা উমর ফারুক বাবু কে প্রথমে দুর্গাপুর হাসপাতালে আনা হলে সুব্রত সাংমা ও সবুজ মিয়া কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বৃহঃস্পতিবার রাতে উপজেলা আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুব্রত সাংমার ওপর হামলার প্রতিবাদ ও দোষিদের দ্রুত গ্রেফতারের দাবীতে পৌরশহরে বিক্ষোভ মিছিল করে।
এ নিয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। দাঙ্গা হাঙ্গামা এড়াতে সকল পদক্ষেপ নেয়া হবে। এ নিয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন