নেত্রকোনার দুর্গাপুরে এডভান্স মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খুদে শিক্ষাপীঠ এডভান্স মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (২৩ জানুয়ারী) বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
এতে স্কুলের আটটি শ্রেনীর শিক্ষার্থীদের সমন্নয়ে এই প্রতিযোগিতামূলক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন হয়।
৯টি গ্রুপে ২৮টি ইভেন্টে দিনভর প্রতিযোহিতা চলে। এছাড়াও অভিভাবক, শিক্ষক শিক্ষিকাগনের মাঝেও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্কুলের পরিচালক একেএম ইয়াহিয়ার নিরলস প্রচেষ্টায় প্রধান শিক্ষক সাইফুল হক শামীম ও সহকারী শিক্ষকগনের সহযোগিতায় দিনভর প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষার্থী অভিভাবক ও মিডিয়াকর্মীগন উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন