নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ—গোষ্ঠী সত্তুর পরিবারের মাঝে ষাঁড়বাছুর ও খাদ্য বিতরণ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ—গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের জন্য প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড়বাছুর ও খাদ্য বিতরণ করা হয়েছে।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে ৭০টি পরিবারের মাঝে একটি করে ষাঁড় বাছুর ও ১৫০ কেজি করে দানাদার খাদ্য ও ২০০ গ্রাম ভিটামিন বিতরণ করা হয়।
সুফলভোগী পরিবারের হাতে ষাঁড় বাছুর ও খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো: উবায়দুর রহমান সাহেল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শিলা রাণী দাস,বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার,আওয়ামিলীগ নেতা বিপ্লব মজুমদার,উপজেলা যুবলীগ সহ—সভাপতি পাভেল চৌধুরী, প্রাণিসম্পদ দপ্তরের উপ—সহকারীগন ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন