নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ—গোষ্ঠী সত্তুর পরিবারের মাঝে ষাঁড়বাছুর ও খাদ্য বিতরণ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ—গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের জন্য প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড়বাছুর ও খাদ্য বিতরণ করা হয়েছে।

৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে ৭০টি পরিবারের মাঝে একটি করে ষাঁড় বাছুর ও ১৫০ কেজি করে দানাদার খাদ্য ও ২০০ গ্রাম ভিটামিন বিতরণ করা হয়।

সুফলভোগী পরিবারের হাতে ষাঁড় বাছুর ও খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো: উবায়দুর রহমান সাহেল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শিলা রাণী দাস,বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার,আওয়ামিলীগ নেতা বিপ্লব মজুমদার,উপজেলা যুবলীগ সহ—সভাপতি পাভেল চৌধুরী, প্রাণিসম্পদ দপ্তরের উপ—সহকারীগন ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।