নেত্রকোনার দুর্গাপুরে খেলার সামগ্রী বিতরণ করল আদিবাসী যুবক অন্তর হাজং
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/Ontor-Ha-Pic-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল রাইজিং স্পোর্টিং ক্লাবের সদস্যদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেছেন আদিবাসী যুবক অন্তর হাজং।
(১২ আগস্ট) শনিবার সকালে বিরিশিরি’র ওই ক্লাবের সদস্যদের হাতে ফুটবল ও ব্যাট তুলে দেন তিনি। এ সময় ক্লাবের সদস্য বুলবুল আহমেদ,তন্ময়,নুরুল,ফরহাদ,রায়হানসহ অনেকেই উপস্থিত ছিলেন। অন্তর হাজং বলেন,এই রকম কাজের মাধ্যমে আমি আত্মতৃপ্তি পাই।
যার জন্য আমার উপার্জিত কিছু অর্থ দিয়ে সীমিত আকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য,অন্তর হাজং একজন উদ্যেমী যুবক। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন। ব্যক্তি উদ্যোগের নানা সেবামূলক কাজ করে পরিচিত এখন অন্তর হাজং।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন