নেত্রকোনার দুর্গাপুরে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করলেন যারা
ঙনেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ১ চেয়ারম্যান প্রার্থী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। (২২ এপ্রিল) সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।
এ তথ্য নিশ্চিত করে দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল জানান,চেয়ারম্যান প্রার্থী মো. এমদাদুল হক খান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান পদে ৮ জনের মধ্যে ১ জন প্রত্যাহার করায় ৭ জন প্রার্থী বহাল রয়েছেন।
প্রার্থিতা প্রত্যাহার করা মো. এমদাদুল হক খান দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। সোমবার বিকেলে নিজ ফেসবুক আইডি থেকে তিনি যা প্রচার করেন তা হুবহু তুলে ধরা হলো,”প্রিয় দুর্গাপুরবাসী আসসালামু আলাইকুম।
আমার রাজনৈতিক, সামাজিক জীবনে আপনাদের কে সময় অসময় কষ্ট দিয়েছি। আবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো বলে, আপনাদের মতামত নিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে ছিলাম। আজ বিশেষ কারন বশত সেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।
প্রত্যাহার করার সময়,আপনাদের মতামত নেইনি বলে মাফ চাই,মাফ করে দিবেন। বাকী জীবনটা আপনাদের সাথে থেকে বঙ্গবন্ধুর আদর্শ কে লালন করে দলের সিদ্ধান্ত মেনে আমি ও আমার পরিবারের সদস্য মেনে চলতে পারি দোয়া করবেন।”
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন দুর্গাপুর উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান,উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভিন আক্তার, বর্তমান ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা, আওয়ামীলীগ সদস্য মো. কামাল পাশা, উপজেলা আওয়ামিলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ হক, কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক .মো. নূরুল হুদা ও ফারুক আহমেদ।
ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফাহমী ভূঞাঁ, ছায়েদুর রহমান ও আব্দুল কাইয়ুম খান। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার, জাকিয়া সুলতানা জবা ও তহুরা বেগম।
নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল আরও বলেন,ঘোষিত তফসিল মতে ২৩ এপ্রিল বহালকৃত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন