নেত্রকোনার দুর্গাপুরে চোরাই পথে আনা ভারতীয় ফল “আনার” জব্দ! আটক ১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/Anar-Pic-18-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ১ হাজার ৯০৪ কেজি ভারতীয় আনার ফল জব্দসহ চোরাকারবারির এক সদ্যসকে আটক করেছে পুলিশ। জব্দকৃত এই ফলের বাজার মূল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) দুপুরে আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার(১৭মার্চ) রাত পৌনে দশটার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্য বাজারের পান মহাল এলাকায় অভিযানে চোরাই পণ্য আনারসহ একজনকে আটক করা হয়। আটকৃত চোরাকারবারির নাম আলী আকবর(৬৫)। সে উপজেলার চকলেঙ্গুরা এলাকার মৃত সুরজত আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল রাতে পান মহাল সংলগ্ন একটি গলির ফল আড়তের সামনে চোরাই পথে আনা ভারতীয় ফল সারি সারি ক্যারেট পড়ে থাকার গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান এবং দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এই সময় সেখানে ক্যারেট ভর্তি ভারতীয় আনার ফল জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হলে আটককৃত ব্যক্তি প্রশাসনের কাছে ভারত থেকে চোরাই পথে এই ফল আনার বিষয়টি নিশ্চিত করে।
দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ভারতীয় ফল জব্দ সহ একজনকে আটক করা হয়। পরে আটকৃত ব্যক্তিকে সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন