নেত্রকোনার দুর্গাপুরে চারদিন পেরোলেও সরানো হয়নি বসতঘরের ওপর পড়া সরকারি গাছ

চারিদিকে অন্ধকার তারমধ্যে কালবৈশাখী ঝড়। হঠাৎ বসত ঘরের ওপর ভেঙে পড়ে রাস্তার পাশের সরকারি বড় একটি গাছ,ভেঙে যায় ঘরের বেশিরভাগ অংশ। এমন সময় আঁধারে কোনো রকমে দৌড়ে প্রাণে বাঁচে তারা। এ ঘটনার চারদিন পেরিয়ে গেলেও ওই বসত ঘরের ওপর থেকে অপসারণ করা হয়নি গাছটি।
ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রকোনা মায়ানগর গ্রামে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে ওই এলাকার বাসিন্দা দিনমজুর সুমন মিয়া ও খায়রুল নাহার দম্পতি বর্তমানে তাদের ৫ সন্তান নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। বর্তমানে থাকছেন প্রতিবেশীদের বাড়িতে।
অন্যের জমিতে দিনমজুরীর কাজ করে জীবিকা নির্বাহ করেন সুমন মিয়া। শ্বশুরের তৈরি করে দেওয়া টিনের ঘরে বসবাস করতেন স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে। কিন্তু মাথার গুজার ঠাই হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।
দরিদ্র সুমন মিয়া জানান, চার দিন পেরিয়ে গেলেও ওই ঘরের উপর থেকে সরানো হয়নি গাছটি উপজেলা প্রশাসন থেকে পেয়েছেন মাত্র এক বান্ডেলে টিন। তাতে মেরামতও করতে পারছেন না ঘরটি।
তিনি আরও বলেন, ইউএনও স্যার আমাকে বলছিলো গাছটি কেটে রেখে দেওয়ার জন্য পরিষদের লোক এসে পড়ে নিয়ে যাবে। কিন্তু গাছটা কাটার মতো টাকাও আমার কাছে নেই। গাছটা ঘরের ওপর পড়ে থাকায় ঘরটাও আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত সুমনকে আমরা বলেছিলাম গাছটি সরানোর কার্যক্রম শুরু করতে এবং আমাদের জানাতে কিন্তু ওনি আমাদের জানায়নি। যেহেতু এখনও গাছটি সরানো হয়নি আগামীকাল সকলের মধ্যে গাছটি সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যেখানে কষ্টের মধ্যে বেঁচে আছে সুমন মিয়া সেখানে বর্তমানে ঘরটি মেরামত করার কেনো সামর্থ্য নেই। তাঁকে যেনো সরকারিভাবে একটি ঘর তৈরি করে দেওয়া হয় এমনটাই দাবি করেছেন এলাকাবাসী।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন