নেত্রকোনার দুর্গাপুরে তিনতলা থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল এলাকার একটি নির্মাণাধীন ভবনের তিন তলার উপর থেকে পড়েগিয়ে জহিরুল ইসলাম(২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে ওই ভবনে সেনিটেশন এবং সাপ্লাই শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানিয়েছেন তার সহকর্মীরা।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোরের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গেল বছরের (২৩ ডিসেম্বর) সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ওই শ্রমিকের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা এরপর প্রায় ১৫দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়। নিহত জহিরুল ইসলামের বাড়ি দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে। ওই গ্রামের নুরুল ইসলামের ছোট ছেলে।
জহিরুলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারই সহকর্মী রুয়েল মিয়া। তিনি জানান,নির্মাণাধীন ভবনের তিন তলায় সাপ্লাই এর কাজ করার সময় নিচে পড়ে যান জহিরুল। এতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহের হাসপাতালে নেওয়া হয়। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আবার ময়মনসিংহ নেয়া হলে ভোরের দিকে মারা যায় জহিরুল।
তিনি বলেন,ওইদিন আমি চার তলায় কাজ করছিলাম আর জহিরুল তিন তলায়। সে একাই কাজ করছিলো। আমি যে গ্রেনডিং মেশিনে কাজ করছিলাম তার শব্দে আশপাশের কিছু শুনা যাচ্ছিল না। হঠাৎ আমাদের আরেকজন সহকর্মী এসে বলে জহিরুল নিচে পড়ে গেছে তাৎক্ষণিক মেশিন বন্ধ করে নিচে গিয়ে দেখি জহিরুলের এই অবস্থা।
প্রতিবেশী মাসুদুর রহমান জানান,তিন ভাইয়ের মাঝে জহিরুল ইসলাম সবার ছোট। তার দূর্ঘটনার ১৫ দিন আগে তার বিয়ে করা বৌ বাড়িতে এনেছিল। কিন্তু দূর্ঘটনার পর আজ ভোরে সে মারা গেছে। জহিরুলের মৃত্যুর খবরের পর থেকেই তার বাবা-মা ভাইয়েরা বার বার অজ্ঞান হয়ে যাচ্ছে। বাদ আসর নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন হবে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, দূর্ঘটনার বিষয়টি জানা নেই। মৃত্যুর বিষয়টিও আমাদের কাছে খবর আসেনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন